সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট নির্বাচনে জামায়াতের আজিজ ভাইস চেয়ারম্যান, ওমর ফারুক সেক্রেটারি নির্বাচিত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম
সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট নির্বাচনে জামায়াতের আজিজ ভাইস চেয়ারম্যান, ওমর ফারুক সেক্রেটারি নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। নির্বাচন উপলক্ষে আগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাসকিন আহমেদ চিশতি এবং নির্বাচন কমিশনার ডা. আবুল কালাম বাবলা ও ফরিদা আক্তার বিউটি।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো পান ৩১৯ ভোট, আর স্বতন্ত্র  অধ্যাপক মোজাম্মেল হক পান ২৯৩ ভোট।

সেক্রেটারি পদে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শেখ মাসুম বিল্লাহ শাহীন পান ৩৪৫ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-

বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু (৪৮৪ ভোট),

জামায়াত সমর্থিত মো. জাহিদুল ইসলাম (৪৭৮),

জামায়াতের মাওলানা হাবিবুর রহমান (৪৬৩), বিএনপি সমর্থিত কামরুজ্জামান কামু (৪৬০) এবং

জামায়াতের মো. শফিকুল ইসলাম (৪৬০)।

ভোট গণনা শেষে সোমবার মধ্যরাতে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডা. আবুল কালাম বাবলা। 

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল থেকে পাঁচজন এবং বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুইজন বিজয়ী হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে