ফুট ওভার ব্রিজ সহ ৫দফা দাবীতে সেনবাগে মানববন্ধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০১:২৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ফুট ওভার ব্রিজ সহ ৫দফা দাবীতে সেনবাগে মানববন্ধন

নোয়াখালী সেনবাগে ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, গতি নিয়ন্ত্রন সংক্রান্ত সাইনবোর্ড স্থ্পান  ও  নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লায়ন জাহাঙ্গীর আলমমানিক মহিলা কলেজ, শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও ফতেহ্পুর ইসলামিয়া মাদরাসা।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  ঘন্টাব্যাপী  সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের হাজনীখাল লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের সামনে ৩শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,ব্যবসায়ী ও  এলাকাবাসী ওই মানববন্ধন কর্মসূটি পালন করে। ছাত্র প্রতিনিধি সহিদ হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল আলম সবুজ, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য রাজনৈতিক ব্যাক্তিত্ব জহিরুল ইসলাম জহির, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন দুলাল, রাজনৈতিক ব্যাক্তিত্ব সামছুল হক সামু, শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল নাথ, ফতেহ্পুর ইসলামিয়া মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন, স্বেচ্চাসেবী সংগঠন ইনসাফের রিয়াদ হাসান রুবেল ও কলেজ শিক্ষার্থী সাবিকুন নাহার খুশবো প্রমুখ্য। উল্লেখ্যঃ ফেনীÑনোয়াখালী মহাসড়কটি চার লেনে উন্নিত করা হয়। কিন্তু বিভিন্ন বাজার ও বিদ্যালয় সংলগ্ন এলাকায় অপরিকল্পিত ভারে ইউটার্ণ দেওয়া হয়। ওই টার্ণ গুলোতে জেব্র ক্রসিং ও রাস্তার পাশ্বে গতি নিয়ন্ত্রণ সংম্বলিত সাইনবোর্ড না দেওয়ায় প্রায় সময় সড়ক দুর্ঘনা সংগঠিত হচ্ছে। গত তিন মাসে ফেনী-নোয়াখালী মহাসড়কের হাজনীখাল লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজে এলাকায় ৫জন নিহত ও বহু আহত হয়ে বর্তমানে পুঙ্গুত্ব বরণ করেমানবেতর জীবন যাপন করছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে