‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে মিডিয়াগুলো লজ্জা পাচ্ছে: তৈয়্যব

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ পিএম
‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে মিডিয়াগুলো লজ্জা পাচ্ছে: তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে বললেন, “বাংলাদেশের গণমাধ্যমগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে।”

ফেসুবকে দেওয়া পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, “প্রায় ১৫ বছর বিএনপি-জামায়াতের কথিত আগুন সন্ত্রাসের ক্রমাগত রিপোর্ট, এ সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতির হিসাবনামা উপস্থাপন শেষে আজকে বাংলাদেশের মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে! ভাসুরের নাম বলে কথা!”

উল্লেখ্য, রাজধানী ঢাকায় আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দিনগত রাতে যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও বসুন্ধরা মেইন গেট ১০০ ফিট সড়কে রাত ২টা ৩৫ মিনিটে একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন দেয়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন লাগে। এছাড়াও এদিন ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আপনার জেলার সংবাদ পড়তে