অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী

শেরপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা:আটক ১

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৩:১০ পিএম
শেরপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা:আটক ১

বগুড়ার শেরপুরে মোবাইলে থাকা অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে সুলতান বাদশা(৩৩) নামের এক টাউলস মিস্ত্রীকে আটক করেছে পুলিশ। ১০ নভেম্বর সোমবার রাতে গৃহবধু নাজমা খাতুন এই মামলা দায়ের করেন।

জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের গৃহবধু নাজমা খাতুনের সাথে তার বাড়ি টাইলসের কাজ করার সুবাদে শেরপুর উপজেলার শহাবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের আসাদুলের ছেলে সুলতান বাদশার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে সুলতান ওই গৃহবধুর মোবাইল থেকে তার অর্ধনগ্ন ভিডিও ক্লিপ কৌশলে নিজের ফোনে পার করে নেয়। এরপর থেকে সুলতান ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে বলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে। সেই ভিডিও ডিলিট করার কথা বলে গত ১৪ সেপ্টেম্বর অনুমানিক দুপুর সাড়ে ১২ দিকে খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের পশ্চিম পাশে জনৈকা রিনা আক্তারের ভাড়া বাসায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে থানায় আসতে চাইলে সুলতান বাদশা তাকে প্রাননাশের হুমকি দেয়। এভাবে দিন দিন তার অত্যাচার বেড়ে যাওয়ায় গত ১০ নভেম্বর সোমবার রাতে ওই গৃহবধু বাদি হয়ে সুলতান বাদশা ও তার কাজে সহযোগিতাকারী ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সুলতান বাদশা কে আটক করে।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জয়নুল আবেদিন বলেন, মামলার ১ নং আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তনাধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে