রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুর দেখে উৎসুক জনতার ভিড়

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৩:১৮ পিএম
রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুর দেখে উৎসুক জনতার ভিড়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে দুই মাথার এক নবজাতক বাছুরের জন্ম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক জালাল উদ্দীনের গাভীটি এই বিরল আকৃতির বাছুরের জন্ম দিয়েছে। দুই মাথাওয়ালা বাছুর জন্মের খবরটি, এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি একনজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা। এসময় জালালের স্ত্রী রুপা বেগম বলেন, গরুটি গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। আজ সন্ধ্যায় গরুটি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। এমন বাছুর জীবনে দেখিনি এজন্য ভয়ও লাগছে। তিনি আরও বলেন, “গাভীটি এখন ভালো আছে। আমি ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াচ্ছি, নিজে এখনো দুধ খাচ্ছেনা। এমন বাছুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির পাশাপাশি বড় ডাক্টার ও আমাদের বাড়িতে এসেছিল। বাছুরটি দেখে অনেকেই মোবাইলে ছবি তুলছে আবার কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট দিচ্ছেন। এব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত বলেন, এটা জন্মগত সমস্যা এমন ঘটনা বিরল। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক ত্রুটির কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাছুরটি দেখে এসেছি ২টিই সুস্থ আছে।

আপনার জেলার সংবাদ পড়তে