কুড়িগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৪১ পিএম
কুড়িগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের আয়োজনে কলেজের বটতলায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন। এছাড়া উচ্চ মাধ্যমিক কমিটির আহ্বায়ক চিন্ময় রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান খান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ সাইফুর রহমান সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু নূর মোঃ আনিসুজ্জামান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিলন সরকার, নবীন শিক্ষার্থী কে.এম নাজমুস সাকিব শাহী, বিএনসিসি, রোভার স্কাউট, গ্রীণ ভিলেজ, বাঁধনের সদস্যসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক।

এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তরা বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখন থেকে শুরু হচ্ছে। এই সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কলেজ কেবল পাঠ্যপুস্তক শেখার জায়গা নয়, এটি চরিত্র, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের প্রশিক্ষণ ক্ষেত্র।

তারা আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশের যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। সমাজ ও জাতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত থাকলেই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য সফল হবে।

পরে সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ।

আপনার জেলার সংবাদ পড়তে