তেঁতুলিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০১:৫১ এএম
তেঁতুলিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

‘‘ নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তেঁতুলিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শুভ যাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে  সমাজ সেবা অফিসার শাহ মোহাম্মদ আল আমিন এর  সঞ্চালনায় মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, উপজেলা পরিষদ মো. ফজলে রাব্বি এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার- মো. জীবন ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষক, সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ৩ জন স্বেচ্ছাসেবীকে নানামুখী অবদানের জন্য পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে