ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পেঁয়াজসহ দুটি পিকআপ জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পৃথক দুটি অভিযানে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও এয়ারপোর্ট থানা পুলিশ মিলে এসব অবৈধ পণ্য উদ্ধার করে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে এয়ারপোর্ট থানার খাসদবীর পয়েন্টে অভিযান চালায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বাধীন একটি টিম। এ সময় ঢাকা মেট্রো-২১-৬০৫৬ নম্বরের একটি ডিআই পিকআপ থেকে ২ হাজার ২০০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা। ঘটনাস্থল থেকে মো. সাকিল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে এবং আটক আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর) বিকেলে কোতোয়ালী মডেল থানার সোবাহানীঘাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী পালিয়ে গেলেও মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামের দুটি দোকান তল্লাশি করে ৭ হাজার ১৫৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা। এ সময় আরও একটি ডিআই পিকআপও আটক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় চারজনকে নামীয় আসামি এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, “অবৈধ ভারতীয় পণ্য আমদানি ও বাজারে মজুতের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউই ছাড় পাবে না।”