গাইবান্ধায় চুরি করতে এসে চোর চক্রের ৩ সদস্য আটক

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ পিএম
গাইবান্ধায় চুরি করতে এসে চোর চক্রের ৩ সদস্য আটক

গাইবান্ধায় চোর চ'ক্রের ৩ সদস্যকে আ'টক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থ জ'ব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলার জিরো পয়েন্ট গোলচত্তর এলাকায় এ ঘট'না ঘটে। আ'টককৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুইটি বাটন ফোন ও নগদ ৫৯ হাজার টাকা উ'দ্ধার করেছে পুলিশ।

আ'টককৃতরা হলেন- বগুড়া জেলার কালাই থানার ঘনপাড়া গ্রামের, মতিউর রহমান (৩৫), পিতা: ইয়াসিন আলী, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার খইদা গ্রামের ফারুক (৩৫) পিতা: মজিদ ও  শেরপুর জেলার হোসেনপুর থানার বিলাতিপুর গ্রামের রাজু মিয়া (২৮) পিতা: মতিউর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে