ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে ধানের শীষে ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুণ্ড। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং পরে বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন দেশ ও এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।