নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের হোতা বেনজির (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। ১০ নভেম্বর রাতে কিশোরগঞ্জ উপজেলার ঝর্ণার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
১১ নভেম্বর কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম এটি নিশ্চিত করেন।
তার বাড়ী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর সাতঘড়িপাড়ায়। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়,ভিসা প্রতারকদের প্রধান হিসেবে সে দীর্ঘদিন থেকে কার্যক্রম চালিয়ে আসছিল।
মামলার সূত্রে জানা যায়, বেনজিরসহ প্রতারক চক্র ফেসবুকে কানাডা যাওয়ার ভিসার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাত। কুড়িগ্রামের নাগেশ্বরীর ভোবানন্দের কুটি গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহেদুল ইসলাম এ ফাঁদে পড়ে। বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারকরা। বিমানবন্দরে গিয়ে জাহেদুল বুঝতে পারে ভিসা ভুয়া এবং মোবাইলেও প্রতারকদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জাহেদুল সম্প্রতি কিশোরগঞ্জ থানায় গ্রেফতারকৃত বেনজিরসহ ৬ জনকে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ বেনজিরকে গ্রেফতার করে।
ওসি আশরাফুল ইসলাম জানান, ১১ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।