সাধারণ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের নতুন কমিটি গঠণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নতুন কমিটির নির্বাচিত সভাপতি আরিফ হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আবু উবাইদা।
এক বছর মেয়াদের কমিটির অন্য পদের নির্বাচিতরা হলেন-সহসভাপতি নওরিন নূর তিষা, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম নিওন, সাংগঠনিক সম্পাদক ডালিয়া হালদার, কোষাধ্যক্ষ আবির হোসেন ওমর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সিয়াম এবং গ্রন্থাগার সম্পাদক শিমু আক্তার। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের জীবন ও তাহসিন সারা।