রাজধানীর বাড্ডায় শ্রমজীবীকে গুলি করে হত্যা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০২:০২ পিএম
রাজধানীর বাড্ডায় শ্রমজীবীকে গুলি করে হত্যা

 রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে একজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মামুন শিকদার। বয়স ৩৯ বছর। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

বুধবার ভোরে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানান, “কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটি এখনো জানা যায়নি।”

তিনি আরও জানান, “নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে  জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে