গঠিত নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৪:৩১ পিএম
গঠিত নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনায় সভায় বক্তব্যকালে বললেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন তারা, আইন তৈরির বৈধ প্রতিষ্ঠান সংসদের পথে না গিয়ে, ভিন্ন পথে যাচ্ছেন।”

রিজভী বলেন, “সরকারের ভেতরেই ভূত আছে, তারা শত্রুপক্ষকে চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে।”

এ সময় আগাম গণভোটের দাবিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, স্বৈরাচারের টাকার অভাব নেই। সব টাকা তো পাচার হয়নি। সেই টাকা দিয়ে বোমা বানানো তাদের কাছে কঠিন বিষয় নয়। দুই-একটি মিডিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে। সেসব মিডিয়াকে আইনের আওতায় আনা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে। এখনও বাজারে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পণ্যের দামও খুব একটা কমেনি। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজত্ব চালু থাকলে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে