খাগড়াছড়িতে বিনাধান-২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শশ্য কর্তন ও মাঠদিবস"

এফএনএস (জীতেন বড়ুয়া; খাগড়াছড়ি) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৪:০৩ পিএম
খাগড়াছড়িতে বিনাধান-২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শশ্য কর্তন ও মাঠদিবস"

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়িতে "বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনাধান-২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শশ্য কর্তন ও মাঠদিবস" অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার রাঙ্গাপানি ছড়া এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়ি কর্তৃক আয়োজত এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ওংকার বিশ্বাস।

"বিনা'র পরমাণু কৌশলের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অভিযোজন প্রকল্পের" আওতায় আয়োজিত এই মাঠ দিবসে বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিগান গুপ্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুক্তা চাকমা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাব্বি হাসান।

বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অ সিং হ্লা মারমা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন চাকমা ও নিতি চাকমা এবং কৃষক উদয়ন চাকমা।  অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনা ধান-২৬ স্বল্পজীবনকালীন উচ্চ ফলনশীল আমন ধানের জাত। এটি ১২০ থেকে ১৩০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। তাই বিনা উদ্ভাবিত ধান চাষ করলে কৃষক লাভবান হবে বলে জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে