যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি বাজার চাতালের মোড়ে যশোর বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজারে দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত নুর ইসলাম (৩২) ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। অপর সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) যশোর বেনাপোল মহাসড়কের লাউজানী নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন ঝিকরগাছা করিম আলী মাদ্রাসার প্রভাষক মাওলানা ইকরাম হোসেন। আজ (২ জানুয়ারি বৃহস্পতিবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, এই দুটি সড়ক দুর্ঘটনায় নিহতের কথা অবগত হয়েছেন।