ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমান আদালতে ঝর্ণা বেগম (৪৮) নামে এক মাদক নারী মাদক সেবীকে ১মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রাসেল এই সাজা প্রদান করেন। তাকে মঙ্গলবারই ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্ত ঝর্ণা বেগম উপজেলার নদিয়া বাজারকান্দী এলাকার মোঃ মজিবর মোল্যার স্ত্রী। তার মায়ের নাম মোছাঃ জরিনা বেগম।
জানাগেছে, ঝর্ণা বেগম দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে জনসাধারনের শান্তি বিনষ্ট করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রাসেল জানান, ইয়াবা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারনের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) অনুযায়ী ঝর্ণা বেগমকে ১ মাসের কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়।