নওগাঁর আত্রাই উপজেলা ইটভাটা মালিক-শ্রমীক ও স্থানীয় নেতা কর্মীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। ইটভাটা বন্ধের প্রতিবাদে বুধবার এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন বেলা ১১টায় উপজেলা চত্বরে মালিক-শ্রমীকদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেয়া হয়। এসময় ইটভাটা মালিক সমিতির সভাপতি আশাদুল ইসলাম,সাধারণ সম্পাদক নিয়ামত আলী,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলমসহ ইটভাটা মালিক-শ্রমীক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।