নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী,মাদককারবারীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। এসময় একজনের নিকতট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এনায়েতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ইসলাম পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। একই রাতে উপজেলার মিরাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫গ্রাম গাঁজাসহ হেলাল উদ্দীন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। আটক হেলাল উদ্দীন মিরাট গ্রামের জফির আলীর ছেলে। তার বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া ওই রাতেই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের মজিবর রহমানের ছেলে শরিফুল ইসলাম শফি (৪২) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।