নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুকুর সরদার (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি নেতার দায়েরকৃত মামলায় মঙ্গলবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকুর সরদার উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,মারপিট,ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের অভিযোগে গত ১৪জুলাই বিএনপি নেতা আবুল হোসেন থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী শুকুর সরদারকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।