হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ এই স্লোগানে রাজশাহীর বাঘায় বিএনপির মোটরসাইকেল সোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সোভাযাত্রা অনুষ্টিত হয়। সোভাযাত্রার নেতৃত্বে ছিলেন থানা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোভাযাত্রাটি থানা মোড় থেকে শুরু করে বাঘা বাজার, চন্ডিপুর বাজার, সরের হাট বাজার, জোতরাঘব বাজার, মনিগ্রাম বাজার, নারায়নপুর বাজার প্রদক্ষিণ করে। পরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মোখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, যুবদল নেতা সালেহ আহম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ।