ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যস্থাপনা বিষয়ে সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যস্থাপনা বিষয়ে সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার উপর সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (বুধবার) বেলা ১১ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুইজারল্যান্ডের অর্থায়নে ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর কারিগরি সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্লাস্টিক-পলিথিনের অবাধ ব্যবহার বন্ধে করনীয় শীর্ষক, অঙ্কন প্রতিযোগিতা, প্লাস্টিক বর্জ্য দিয়ে পুনর্ব্যবহারয্যো জিনিস তৈরী ও উপস্থিত বক্তব্য প্রদান করে শিক্ষার্থীরা। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইএসডিওর গোফরইমপ্যাক্ট কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমান, ইএসডিওর কো-অর্ডিনেটর (সিএমএল) রেদয়ানুর রহমান, আউটরিচ মোবিলাইজেশন অফিসার শাহানাজ পারভীন, শাপলা বানুসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরী প্লাস্টিক বর্জ্য দিয়ে পুনর্ব্যবহারয্যো জিনিসপত্র পরিদর্শন করেন এবং তা ব্যবহারের মাধ্যমে মাটির  উর্বরতাবৃদ্ধি ও মাটির ক্ষতিরোধ করার পরিকল্পনা শ্রবন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে