মেলান্দহ যুবদল কর্মীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ পিএম
মেলান্দহ যুবদল কর্মীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

জামালপুরের মেলান্দহে যুবদল কর্মী সম্রাটকে (৩৫) মারধরের অভিযোগে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি’র একটি পক্ষ। ১২ নভেম্বর দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিলটি যুবদল কর্মী সম্রাটের গ্রামের বাড়ি ছবিলপুর থেকে সহস্রাধিক নারী-পুরুষ বেলতৈল বাজার হয়ে হাজরাবাড়ি বাজার প্রদক্ষিণ করেছে। মিছিল শেষে হাজরাবাড়ি চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-জামালপুর-৩ আসনের বিএনপি’র মনোনয়ন বঞ্চিত এবং মেলান্দহ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শুভ সিদ্দিকী। সমাবেশ শেষে মিছিল বেলতৈল  বাজারের দিকে প্রত্যাবর্তনকালে বেশ ক’টি পথসভা করেছে বিক্ষোভকারীরা।

সমাবেশে উল্লেখ করা হয়, ১১ নভেম্বর সন্ধ্যার দিকে মমিন, বাবুল ও বিপ্লবসহ কয়েকজনে মিলে কাঠ ব্যবসায়ী ওই যুবদল কর্মী সম্রাটকে হাজরাবাড়ি বাজার থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। স্থানীয়রা আহত সম্রাটকে জামালপুর হাসপাতালে ভর্তি করেছে। আহত সম্রাট ছবিলাপুর গ্রামের আইনুদ্দিন মেম্বারের ছেলে।

উপজলো বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির জানান-হাজরাবাড়ি যুবদলের কোন কমিটি নেই। মারধরের শিকার এবং মারধরকারীদের আমি সনাক্ত করতে পারছি না। তবে যতটুকু জেনেছি, সম্রাটের ফেসবুকে আজে বাজে পোস্ট করাকে কেন্দ্র তাদের নিজেদের মধ্যে বিরোধ হয়েছে। এটাকে দলীয়ভাবে কালার দেবার চেষ্টায় আছে। 

আপনার জেলার সংবাদ পড়তে