থমকে আছে ময়মনসিংহের শিশু হাসপাতাল: আশার স্থলে হতাশা

এফএনএস | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০৫ পিএম
থমকে আছে ময়মনসিংহের শিশু হাসপাতাল: আশার স্থলে হতাশা

ময়মনসিংহ বিভাগীয় শহরে শিশুদের জন্য কোনো সরকারি বিশেষায়িত হাসপাতাল নেই-এ অভিযোগ বহু বছরের। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শুরু হয় একটি আধুনিক শিশু হাসপাতাল নির্মাণের কাজ। কিন্তু অর্থসংকটে এক বছর ধরে বন্ধ রয়েছে সেই প্রকল্প। ফলে জেলাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন থমকে গেছে অসমাপ্ত দেয়ালের ভেতরেই। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণের দায়িত্বে ছিল গণপূর্ত বিভাগ। ২০২৩ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হলেও ২০২৪ সালের জুলাইয়ের পর বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় নির্মাণ থেমে যায়। ইতিমধ্যে প্রায় ১০ কোটি টাকার কাজ শেষ হলেও প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চিত। অথচ এই হাসপাতালটি নির্মিত হলে ময়মনসিংহ ও আশপাশের জেলার লাখো শিশুর চিকিৎসা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসত। বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেই শিশুদের চিকিৎসা হয়, কিন্তু সেখানে অবস্থা নাজুক। একটি বেডে তিনটি শিশুকে শোয়াতে হয়, ওয়ার্ডে দাঁড়ানোর জায়গাও থাকে না। চিকিৎসাসেবা নিতে গিয়ে অভিভাবকদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। এই বাস্তবতা থেকেই একটি স্বতন্ত্র শিশু হাসপাতালের দাবি ছিল নাগরিকদের দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি বাস্তবায়নের পথে বাধা এসেছে প্রশাসনিক জটিলতা ও অর্থনৈতিক অদক্ষতা থেকে। প্রকল্পটি প্রথমে পাঁচ বছর আটকে ছিল জমি না পাওয়ায়, এখন থমকে গেছে বরাদ্দ বন্ধের কারণে। সরকারের উন্নয়ন পরিকল্পনায় যেসব প্রকল্প সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, সেগুলোর ক্ষেত্রে এমন উদাসীনতা কেবল প্রশাসনিক ব্যর্থতাই নয়-এটি মানবিক দায়বদ্ধতারও অবমাননা। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রকল্প পুনরায় চালুর জন্য তৎপরতা চলছে। কিন্তু ‘তৎপরতা’ শব্দটি যে এখন প্রায় এক বছর ধরে শোনা যাচ্ছে, তা-ও শহরবাসীর আশার আলো ম্লান করে দিয়েছে। ময়মনসিংহের মতো একটি বিভাগীয় শহরে শিশুদের জন্য আলাদা হাসপাতাল না থাকা দেশের স্বাস্থ্য ব্যবস্থার বৈষম্যকে আরও উন্মোচন করে। ঢাকাকেন্দ্রিক চিকিৎসা সুবিধা থেকে বেরিয়ে বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করাই এখন সময়ের দাবি। সরকার যদি দ্রুত বরাদ্দ নিশ্চিত করে কাজ পুনরায় শুরু না করে, তাহলে ইতিমধ্যে ব্যয়িত কোটি টাকাও নষ্ট হয়ে যাবে, প্রকল্পের কাঠামো ভেঙে পড়বে, আর নাগরিকদের ভরসা চিরতরে হারাবে। উন্নয়নের স্লোগানের ভেতর যেন শিশুস্বাস্থ্যের মৌলিক প্রয়োজন হারিয়ে না যায়-এটাই এখন ময়মনসিংহবাসীর একমাত্র প্রত্যাশা।