বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, এবারের নির্বাচন হবে মানুষের মৌলিক আকাঙ্ক্ষা পুরনের নির্বাচন। এবারের নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়। এই নির্বাচন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা পূরণের নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকারের পক্ষে ভোট দিতে পারি তবেই একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বুধবার (১২ নভেম্বর ) বিকাল ৪ টায় কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, ৫ আগস্টের পর থেকে জনগণের ওপর নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যার ধারাবাহিকতা বজায় রাখতেই একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করে আসছে। জুলাই বিপ্লবের অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই'। পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোল্যা আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর ও কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান,প্রভাষক কমলেশ মন্ডল, শিক্ষক দুঃখী রাম মন্ডল, নিরঞ্জন মন্ডল, বনমালী মন্ডল, ব্রজেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।