অবশেষে খুলনার রূপসা কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন সাবেক যুগ্ম সচিব ও নারায়ণগঞ্জের সফল জেলা প্রশাসক (ডিসি) এস এম হারুনার রশীদ।রোববার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে সাবেক সভাপতি জেলা মহিলালীগের সংগঠনিক সম্পাদক মৈয়ত্রী সরকারের ইতিপূর্বেকার দেওয়া মনোনয়ন বাতিল করে যুগ্ম সচিব (অব:) এস এম হারুনার রশীদকে সভাপতি পদে এবং বিদুৎসাহী সদস্য রেহেনারা খাতুনের মনোনয়ন প্রত্যাহার করে তদস্থলে রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি এই কমিটির মেয়াদ ২৪-০৩-২০২৭ইং পর্যন্ত কার্যকর করা হয়।