জাতীয় হিফ্জ প্রতিযোগিতা, রাজশাহী জেলা পর্যায়ের প্রতিযোগিতা ২৭ নভেম্বর

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৭:২২ পিএম
জাতীয় হিফ্জ প্রতিযোগিতা, রাজশাহী জেলা পর্যায়ের প্রতিযোগিতা ২৭ নভেম্বর

জাতীয় হিফ্জ প্রতিযোগিতা-২০২৫ এর আওতায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হিফ্জ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) নগরীর সিপাইপাড়া বড় জামে মসজিদে ‘হাফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাফুজ রেজা রিপন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। ‘হাফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ’ রাজশাহী জেলার সভাপতি মো. শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজপাড়া থানার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, প্রতিযোগিতার ৩০ পারা’য় ফয়সাল আহমেদ, ২০ পারা’য় আরিফিন সাদিক, ১০ পারা’য় শাহরিয়ার সাজিদ ও ৫ পারা’য় মোঃ মাহমুদুল্লাহ বিজয়ী হয়। অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরসআর ও সাটিফিকেট প্রদান করা হয়। আগামী ২০ নভেম্বর তেরখাদিয়ার সেনানিবাস রোডের মসজিদ-ই-নূর কমপ্লেক্সে রাজশাহী জেলা পর্যায়ের প্রতিযোগিতা এবং ২৭ নভেম্বর মালোপাড়া দারুলউলুম মাদ্রাসায় রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে