বাঘায় দোকান চুরির অভিযোগে ৫ নৈশপ্রহরী গ্রেফতার, মালামাল উদ্ধার

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৭:২৭ পিএম
বাঘায় দোকান চুরির অভিযোগে ৫ নৈশপ্রহরী গ্রেফতার, মালামাল উদ্ধার
রাজশাহীর বাঘা বাজারে দোকান চুরির অভিযোগে ৫ নৈশপ্রহরীকে গ্রেফতার করা হয়েছে। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) রাতে বাঘা বাজারের পৌর মার্কেটের মুনির এ্যান্ড ব্রাদার্সে চুরির ঘটনা ঘটে। দোকানের মালামাল চুরি করার সময়ে সিসি ক্যামেরায় নৈশপ্রহরীদের চিহৃত করা হয়। পরে বাঘা থানার পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের তারা চুরির বিষয়ে স্বীকার করে। তাদের স্বীকারক্তীর ভিত্তিতে মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতরা হলো-নৈশপ্রহরী উপজেলার বিনোদপুর গ্রামের তাহাজ্জত আলী (৫০), আব্দুল মান্নান (৬০), হোজিম উদ্দীন (৪৫), মকলেচ (৩৫),পাকুড়িয়া গ্রামের মিজানুর রহমান (৪২)। তারা দীর্ঘদিন থেকে নৈশপ্রহরী হিসেবে দায়িত্বে ছিলেন। ‘মুনির এ্যান্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী মুনির হোসেন বলেন, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। মঙ্গলবার সকালে দোকান খুলে দেখি মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত করে চোর সনাক্ত করে আটক করে এবং মালামাল উদ্ধার করে।। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার প্রামানিক বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে