চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। আহত নুরুল ইসলাম সদর উপজেলার আমনুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত। অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, রাত ১১ টার দিকে আমনুরা-জুমারপাড়া সড়কে দুর্বৃত্তরা জড়ো হচ্ছে এ ধরণের সংবাদ আসে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে। খবর পেয়ে নুরুল ইসলাম পুলিশের আরেক সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যান। সেখানে কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে আঘাত করলে সে আহত হয়। পরে আরও পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ সদস্যরা নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুর্বৃত্তরা ১০ থেকে ১২ ছিলো। তাদের কাছে দেশীয় ধারালো অস্ত্র ছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল নাকি অন্য কোন উদ্দেশ্য ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।