উদারতা যুব ফাউন্ডেশ‌নের উদ্দ্যোগে উপকূল দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৭:৫৯ পিএম
উদারতা যুব ফাউন্ডেশ‌নের উদ্দ্যোগে উপকূল দিবস উদযাপন

সাতক্ষীরা জেলার উপকূলীয় গ্রাম মা‌ড়িয়ালা‌'তে উদারতা যুব ফাউন্ডেশনের কার্যাল‌য়ে উপকূল দিবস উদযাপন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপকূলীয় এলাকার তরুণ ও স্থানীয় সমাজকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা উপকূল দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান। তাঁদের মতে, উপকূল শুধু ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের জীবনীশক্তির অংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগণের সংগ্রামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া সময়ের দাবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি বলেন, “উপকূল দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলে উপকূলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এটি তাদের জীবন, সংস্কৃতি ও টিকে থাকার লড়াইয়ের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হবে।” সম্মানিত অতিথি আল-আমিন বলেন, “উপকূলের মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখে সংগ্রাম করছে। জাতীয় স্বীকৃতি পেলে উপকূলের সমস্যাগুলো মোকাবিলায় সরকারি মনোযোগ ও কার্যক্রম আরও গতিশীল হবে।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু তাহের। তিনি বলেন, “উপকূল রক্ষায় তরুণদের উদ্যোগ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূল দিবসের জাতীয় স্বীকৃতি সেই সচেতনতার পথ প্রশস্ত করবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, আরিফ বিল্লাহ, দেলোয়ার হোসেন, ফুয়াদ হাসান, আশিক, সুমাইয়া, সোহেল, জান্নাতি, শাহিন ও সুজতি প্রমুখ। বক্তারা উপকূল সুরক্ষা, বনায়ন, দূর্যোগ প্রস্তুতি এবং পরিবেশবান্ধব জীবনযাপন বিষয়ে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।আলোচনা শেষে উপস্থিত সবাই উপকূল দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং উপকূল রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে