চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজ সেবা দিবস মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর বিস্তারিত কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল ওয়াকাথন, কল্যানকর রাস্ট্র বিষয়ে মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের জাতীয় সমাজ সেবা দিবস প্রতিপাদ্য বিষয় ছিল নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান এর নেতৃত্বে আয়োজিত ওয়াকাথনে অংশ গ্রহন করেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলন অংশ গ্রহনকারীদের নগদ সম্মানী প্রদান করা হয়। তাছাড়া ওয়াকাথনে অংশ গ্রহনকারীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।