নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, খেলোয়াড়রা যদি নিয়ম মেনে না খেলে, তাহলে রেফারির ভূমিকা ঠিক থাকলেও খেলার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজনৈতিক দলগুলো, আর নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ রেফারি হিসেবে। কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনের বিশ্বাসযোগ্যতাও হারাবে।”
সিইসি আরও বলেন, “ইসি পোস্টার নিষিদ্ধ করলেও পুরো ঢাকা শহর এখনো পোস্টারে ভরা। এটি অনভিপ্রেত। যদি দলগুলো নিজেরাই পোস্টার সরিয়ে ফেলে, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ।” আচরণবিধি ভঙ্গের বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।
বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে কমিশনের ওপর নানা চাপ রয়েছে বলেও জানান তিনি। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন সিইসি নাসির উদ্দিন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সিইসির ভাষায়, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন এক ধরনের মুসিবত বা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।”