কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের পচামাদিয়ায় বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন দৌলতপুর সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপি সভাপতি, ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শের আলী সবুজ, মোহাম্মদ আতাউর রহমান, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, মোঃ আকবর আলী, মোঃ ফজলুর রহমান, হারুন অর রশিদ হারুন,মহিদুজজামান মনটু, সরওয়ার জাহান সকল, সদর উদদীন,ছাত্র দলের আহবায়ক মাসুদুজজামান রুবেল। এছাড়াও বিএনপি অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।