ইভটিজিংয়ের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় থানায় সাংবাদিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০১:৪৩ পিএম
ইভটিজিংয়ের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় থানায় সাংবাদিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

গাইবান্ধার পলাশবাড়ীতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ইভটিজিং। স্কুল, কোচিং ও প্রাইভেটগামী মেয়ে শিক্ষার্থীরা প্রতিদিনই পড়ছে নানা হয়রানির মুখে। এতে একদিকে যেমন ছাত্রী ও তাদের পরিবার পড়ছে নিরাপত্তাহীনতায়, অন্যদিকে উঠতি বয়সী ছেলেদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধও ক্রমশ ভেঙে পড়ছে।

এ পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ। ইভটিজিংয়ের এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক উদ্যোগ চেয়ে ১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সরকার-এর নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় প্রতিনিধি দল বর্তমান ইভটিজিং পরিস্থিতি ও বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা ইভটিজিংয়ের নির্দিষ্ট কিছু স্থানের কথাও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে- প্রেসক্লাব হতে হাইস্কুল সীমানা প্রাচীরের শেষপ্রান্ত থেকে মাদ্রাসা গলি পর্যন্ত এলাকা, ঈদগাহ মাঠ, গ্রীনফিল্ড স্কুল এলাকা এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু কানন স্কুল ও হোপ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন এলাকা। এসব স্থানে উঠতি বয়সী কিছু উশৃঙ্খল যুবকের ইভটিজিং কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ওসি জুলফিকার আলী ভুট্টো প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সাংবাদিক প্রতিনিধি দল ও পুলিশ কর্মকর্তারা মত প্রকাশ করেন যে, ইভটিজিং প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি।

এসময় প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন - ফজলুল হক দুদু, মোঃ ফেরদাউছ মিয়া, মাসুদার রহমান মাসুদ, মশফিকুর রহমান মিলটন, মোঃ আব্দুল মতিন, বিদুষ রায় ও ওমর ফারুক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে