জনগণ আওয়ামী দোসর ভাইরাসকে লকডাউন করে রেখেছে: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০২:২২ পিএম
জনগণ আওয়ামী দোসর ভাইরাসকে লকডাউন করে রেখেছে: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্নে এখন লকডাউনের নামে আবারও আগুন-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগ নামের যে ভাইরাস, তাকে তো জনগণই লকডাউন দিয়ে রেখেছে। তারা ফ্যাসিবাদের মাধ্যমে জাতির শ্বাসরুদ্ধ করেছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় ছিল। এখন আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউনের নামে আগুন ছড়াচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থেকে ব্যাংক খালি করে দিয়েছে, রাজকোষ শূন্য করেছে এবং বড় বড় প্রকল্পের নামে বিদেশে টাকা পাচার করেছে। “এই লুটপাটের আনন্দে তারা এখনো বিভোর। সেই ক্ষমতার নেশায় আবারও দেশে আগুনের রাজনীতি শুরু করেছে,” বলেন রিজভী।

বিএনপির এই নেতা আরও বলেন, “যখন বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে, তখন বাসে আগুন লাগানো, মানুষ পুড়িয়ে মারার মতো ঘটনা রাষ্ট্রীয়ভাবে ঘটানো হয়েছে। সেই সময় ছাত্রলীগের কর্মীরাই সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ব করে বলেছিল—আমরাই আগুন দিয়েছি, দোষ পড়েছে অন্যদের ওপর। এখনো সেই কৌশলই চলছে।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজও জনগণের ওপর সন্ত্রাস চালাচ্ছে। পুলিশের নির্যাতন, র‌্যাবের গ্রেপ্তার, টর্চার সেল, সর্বত্র ভয় দেখিয়ে জনগণকে স্তব্ধ করে রাখতে চায় তারা। কিন্তু গণতন্ত্রকামী মানুষ বুক উঁচিয়ে সংগ্রাম করছে, তারা কোনোদিন সাধারণ মানুষের ক্ষতি করে না।”

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা রাষ্ট্রীয় সম্পদ লুট করে ব্যক্তিগত বিলাসে মত্ত থেকেছেন। “যারা লুটের টাকায় প্রাসাদ তৈরি করেছে, তাদের জনগণের প্রতি কোনো দরদ নেই। সেই ভোগ-বিলাসের নেশা থেকেই তারা আবারও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে,” বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, “কোনো ফ্যাসিস্ট শক্তি পরাজিত হওয়ার পর আর টিকে থাকতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারই টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে পারে। এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।”

আপনার জেলার সংবাদ পড়তে