সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৩ শ পিচ হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা আটক করেছে। বুধবার সকাল ৮ টার দিকে সুন্দরবনের ছোট কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা আটক করা হয়। অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এর সাথে জড়িত ব্যাক্তিদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।