একের পর এক নীলফামারী জেলা পরিষদের প্রশংসনীয় কাজ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:০১ পিএম
একের পর এক নীলফামারী জেলা পরিষদের প্রশংসনীয় কাজ

একের পর এক প্রশংসনীয় কাজ করে চলছে নীলফামারী জেলা পরিষদ। সরকারি অর্থ অত্যন্ত ভাল কাজে ব্যবহার করা হচ্ছে। এমন কথা জানান এক প্রতিষ্ঠান প্রধান।

তারই উদাহরণ স্বরুপ সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ। জেলার প্রত্যন্ত গ্রামে এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

এ কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম বলেন, নীলফামারী জেলা পরিষদ অত্যন্ত ভাল ভাল কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমার প্রতিষ্ঠানে জেলা পরিষদ থেকে ২১ জোড়া বেঞ্চ প্রদান করা হয়েছে। যা অত্যন্ত প্রয়োজন ছিল প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ স্বল্পতা ছিল। তাছাড়া উন্নতমানের বেঞ্চ তেমন একটা ছিল না প্রতিষ্ঠানে।

জেলা পরিষদ থেকে ওই বেঞ্চ দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার  প্রতিষ্ঠানে জেলা পরিষদ থেকে ২০ জোড়া বেঞ্চ বরাদ্দ দেয়া হয়। ওই বেঞ্চ হল রুমে সেট করা হয়। সারিবদ্ধ বেঞ্চ হল রুমে সেট করার পর তা দেখতে খুবই সুন্দর লাগছে। তাই জেলা পরিষদের সকলকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য।

আপনার জেলার সংবাদ পড়তে