ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ডের উদ্বোধন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:০২ পিএম
ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ডের উদ্বোধন

“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”- এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেতুয়া পলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে নির্মিত একটি আধুনিক প্লেগ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লেগ্রাউন্ডটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাসেল পারভেজ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ মাহাবুব হাসান বলেন,

 “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ জাতি গঠনের জন্য প্রয়োজন খেলাধুলা ও আনন্দমুখর শিক্ষা পরিবেশ। সরকার সেই লক্ষ্যেই প্রতিটি বিদ্যালয়ে এমন প্লেগ্রাউন্ড স্থাপন করছে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের স্কুলমুখী করবে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়াবে। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে খেলাধুলায় অংশ নেয়। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে