কালিয়াকৈরে প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস, নৈরাজ্য, পরিবহনে আগুন ও শ্রমিক হত্যার প্রতিবাদ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:০৪ পিএম
সন্ত্রাস, নৈরাজ্য, পরিবহনে আগুন ও শ্রমিক হত্যার প্রতিবাদ
আওয়ামী লীগ কর্তৃক সারাদেশে সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য, পরিবহনে আগুনের প্রতিবাদে গাজীপুর জেলার কালিয়াকৈরে মালিক ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন,পৌর ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শমসের তালুকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
আপনার জেলার সংবাদ পড়তে