চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময়

চাঁদপুর জেলা থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী। বুধবার(১২ নভেম্বর)  সন্ধ্যা ৬টা চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উক্ত মতবিনিময় সমভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমির ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি জেলা জামায়াতের আমির সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট নিশ্চিত করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জুলাই আন্দোলনে শহীদ এবং যারা আন্দোলনে নিজেদের জীবন বাজি রেখে ফ্যাসিবাদকে উৎখাত করেছে তারা নিরাপ্ততাহীন হয়ে পড়বে। আমরা আমাদের এই সন্তানদের নিরাপত্তাহীনতার মধ্যে রেখে ক্ষমতায় যেতে চাই না। ভবিষ্যতে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটলে আমাদের জুলাই আন্দোলনের তরুন যুবকসহ সবাইকে তারা হত্যা করবে। তাই জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিয়ে জুলাই সনদকে আইনের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। তবে আমাদের বন্ধু প্রতীম দল বিএনপি এই মতের সাথে একমত তবে তারা চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট দিতে। যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই আমরা চাচ্ছি আগেই গণভোট হোক। আমাদের মতপ্রাথক্য অনেক বড়ো নয়। তাই আশাকরি এই বিষয়টি দ্রুতই মিমাংশা হয়ে যাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা রাখলে দেশ ও জাতি উপকৃত হবে। তাই গণমাধ্যমগুলো নিজেদেরকে নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করতে হবে। যদি জামায়াতের কোন নেতাও অন্যায় অপরাধ করে তাহলেও তা তুলে ধরতে হবে। তবে কেউ যেন মিথ্যার শিকার না হয় সেদিকে সাংবাদিকদের সতর্ক হতে হবে। আমরা মনেকরি সাংবাদিকরা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে জামায়াত বেশি উপকৃত হবে। কোন চাপ বা রক্তচুক্তকে ভয় না করে আপনাদের কাজ চালিয়ে যাবেন। 

এছাড়া তিনি বলেন, সবার আগে আমারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমাদের স্বাধীনতা হলো আমাদের মূল ভিত্তি। 

এসময় জেলা জামায়াতের সেক্রেটারী ও চাঁদপুর-হাইমচর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া বলেন, আমি আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের দুঃখ বেদনা বুঝি। আমি একজন সংবাদ কর্মী হিসেবে বিগত সময়ে অনেক অন্যায় ও জুলুমের শিকার হয়েছি। আমি বিগত সময়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একজন সহযোদ্ধা হিসেবে তৎকালীন সময়ে চাঁদপুর প্রেসক্লাবের সকল সদস্যগণ আমাকে সংবর্ধনা দিয়েছেন। আমি এই আসনে এবার সংসদ সদস্য নির্বাচিত হলে সবার আগে এই আসনের শিক্ষার উন্নয়নে কাজ করবো যা বিগত সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এছাড়া যেসব উন্নয়ন মূলক কাজ রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবো। বিশেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যাতে এই আসনের কেউ বেকার না থাকে। মানুষের জীবন মান উন্নয়নে সর্বাত্ম প্রচেষ্টা চালাবো। চাঁদপুরে শিশুদের বিনোদনের জন্য কোন শিশু পার্ক নেই আমি একটি শিশু পার্ক তৈরি করবো। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের প্রচার বিভাগীয় সেক্রেটারি ও চাঁদপুর পৌর আমির অ্যাড. মো. শাহজাহান খান, চাঁদপুর সদর উপজেলা আমির, মাওলানা আবছার উদ্দিন মিয়াজী, ছাত্রশিবিরের চাঁদপুর শহর সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইব্রাহীম খলিল ও শহর জামায়াতের সহকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান প্রমূখ। 

সভায় চাঁদপুরের স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রপত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে