চাটমোহরে মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:৩৩ পিএম
চাটমোহরে মাদকসেবীর কারাদন্ড

পাবনার চাটমোহরে এক মাদকসেবীকে কারাদন্ড ও আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। দন্ডপ্রাপ্ত মাদকসেবী হলেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের জাবের মন্ডলের ছেলে মুন্নাফ মন্ডল (৩৫)।  তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয়। 

এরআগে ধানকুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মুন্নাফকে মাদকদ্রব্যসহ আটক করে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১২ নভেম্বর চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজার এলাকা থেকে পাঁচ পুরিয়া গাঁজাসহ মুন্নাফকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান,চাটমোহর উপজেলাকে মাদকমুক্ত করার চেষ্টায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে