চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে আটটি বসতঘর পুড়ে ছাই

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:৩৫ পিএম
চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে আটটি বসতঘর পুড়ে ছাই

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বাড়ির ৮টি বসতঘরসহ ফসলাদি,ফ্রিজ,টিভি,নগদ টাকা,আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে। কীভাবে আগুনের সূত্রপাত তা নিরুপন করতে পারেনি কেউ। তবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন পরিবারের সদস্যরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন সজনাই গ্রামের সাধু সরদার ও তার ৩ ছেলে আল আমিন সরদার,আরিফ সরদার ও আঃ ছালাম সরদার। আঃ ছালামের বসতঘর থেকে আগুনের উৎপত্তি বলে জানান ক্ষতিগ্রস্থরা। মূহুর্তের মধ্যে পাশাপাশি থাকা ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। কিছু জিনিসপত্র বের করা গেলেও সিংহভাগ পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে চাটমোহর থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এরমধ্যে ৩টি পরিবারের ৮টি ঘর,ধান,পাট,পেঁয়াজ,রসুন,নগদ টাকামফ্রিজ,টিভি,আসবাবপত্র ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্থ আল আমিন সরদার বলেন,‘আমাদের সব শেষ। ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কোথায় যাবো।” 

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী রাতেই ঘটনাস্থলে ছুটে যান। তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৩০ হাজার টাকা ও কিছু শুকনো খাবার দেন। এছাড়া বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ৪ বান্ডিল ঢেউটিন পাঠিয়ে দেন ঘর তুলে আপাতত বসবাসের জন্য। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,‘ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রশসন থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক আর্থিক সহায়তা ছাড়াও ঢেউটিন দেওয়া হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে