আমন মৌসুমে মাত্র ৫০ হাজার টন ধান কেনার ঘোষণার প্রতিবাদ কৃষক সংগঠনের

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:০১ পিএম
আমন মৌসুমে মাত্র ৫০ হাজার টন ধান কেনার ঘোষণার প্রতিবাদ কৃষক সংগঠনের

গত ৯ নভেম্বর ২০২৫ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় সরকার আগামী ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল ক্রয় করবে। আমন মৌসুমে সরকার ৩৪ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৫০ টাকা কেজি দরে ৬ লক্ষ মেট্রিক টন চাল কিনবে। চালের তুলনায় সামান্য ধান কেনার এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। সংগঠনের  আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু এবং সাধারণ সম্পাদক অজিত দাস এক বিবৃতিতে বলেন- 'এই ঘোষণার মাধ্যমে সরকার আবারও কৃষকের বদলে গুটিকয়েক চালকল মালিকের স্বার্থ দেখেছে । অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে চালের দ্বিগুন পরিমাণ ধান কেনার ঘোষণা দিতে হবে। কারণ কৃষক ধান উৎপাদন করে, চাল নয়।  দীর্ঘদিন থেকে আমাদের সংগঠন দাবি জানিয়ে আসছে যে, কৃষক যাতে তার ধানের ন্যায্যমূল্য পায় সে ব্যবস্থা সরকারকেই করতে হবে। সেজন্য হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছে ধান ক্রয় করতে হবে। সরকার কখনও তা করেনি। বরং কৃষক খাদ্য গুদামে ধান বিক্রি করতে গেলে আগে আদ্রতার কথা বলে কৃষকের ধান ফেরত দেয়া হত। এখন অনলাইনের মাধ্যমে ধান নেয়ার নিয়ম করায় সাধারণ কৃষক গুদামে ধান বিক্রি করতে পারছে না। এছাড়াও সরকার প্রতি মৌসুমে ধানের যে মূল্য নির্ধারণ করে তা কৃষকের জন্য লাভজনক হয় না। সে কারণেও কৃষক সরকারি গুদামে ধান বিক্রি করতে উৎসাহিত হয় না। এসকল কারণে প্রতি মৌসুমে সরকার নির্ধারিত ধান কিনতে পারে না। কৃষকরাও বঞ্চিত হয়। অবিলম্বে কেনার প্রক্রিয়া সহজ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে এবং চাল না কিনে শুধু পর্যাপ্ত পরিমাণ ধান কিনে মিলারদের মাধ্যমে সরকারকে চাল তৈরি করতে হবে।' নেতৃবৃন্দ সরকারের কৃষক স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের কৃষকদের আন্দোলন গড়ে তোলার আহবান জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে