শরণখোলায় উদয়ন বাংলাদেশ এর অ্যাডভোকেসি সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম
শরণখোলায় উদয়ন বাংলাদেশ এর অ্যাডভোকেসি সভা

শিক্ষা ও সেবার জন্য স্থানীয় জনগণ, ও স্থানীয় সরকার খাত এবং আর্থিক সেবা প্রদান কারী প্রতিষ্ঠান সমূহের সাথে ২ দিন ব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কার্ড এইট এবং গ্লোবাল মার্চ এর সহযোগিতায়  উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এর বাস্তবায়নে এ এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশ রিসোর্স প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মোঃ আবু নাঈম হোসেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু আহমেদ, এনজিও সমন্বয়ক মীর সারোয়ার হোসেন, সাংবাদিক সাবেরা ঝর্ণা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স  পি এল সি কর্মকর্তা হেমায়েত উদ্দিন ।

প্রধান অতিথি ডাঃ আল মামুন বলেন শিশুশ্রম বন্ধে সরকারও এনজিও নানাভাবে কাজ করছে। শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ। অন্যান্য অঞ্চল থেকে শরণখোলা অনেকটা পিছিয়ে। অভিভাবকগণ যদি হাঁস-মুরগি ও গরু ছাগল পালনে বিকল্প আয়ের দিকে অগ্রসর হন প্রয়োজনে তাদের পরামর্শ সেবা দিয়ে প্রাণিসম্পদ সহযোগিতা করতে পারে। আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে এলাকার উন্নয়নে পরিবারের আর্থিক সংকট দূর করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

বিশেষ অতিথি কৃষি কর্মকর্তা রাজু আহমেদ বলেন বাড়ির আঙ্গিনায় সবজি ও  ভার্মি কম্পোস্ট তৈরি  করে আয় বর্ধমূলক কাজ করতে পারেন তাতে শিশুশ্রম বন্ধ হবে শিশু শিক্ষার দিকে মন দিবে। অন্যান্য বক্তারা শিশুদের নিয়মিত বিদ্যালয় পাঠানো ও লেখাপড়ায় উৎসাহিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

একই বিষয়ের উপর বুধবার এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, শিক্ষক নেতা মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে