আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে কোদালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) বিকাল ৪টায় কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শরিফুল কামাল কারিম। প্রধান বক্তা ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।
সভায় সভাপতিত্ব করেন কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজাম উদ্দিন মিকু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন মোল্লা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজারো কর্মী-সমর্থক। জনসভায় প্রধান অতিথি এম এ সালাম বলেন, "আওয়ামীলীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। মানুষ বাকস্বাধীনতা হারিয়েছিল, ভোটাধিকার হারিয়েছিল। বিএনপি জনগণের দল, আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ জিতবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন।
এম এ সালাম বলেন, জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতা বিরোধীদের থেকে সতর্ক থাকুন।
প্রধান বক্তা শেখ হাফিজুর রহমান বলেন, > “মোল্লাহাটসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর যে দমননীতি চালানো হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। তবুও বিএনপি পিছিয়ে যায়নি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিয়েছে। তাই আমরা কারো প্রতি অন্যায় জুলুম নির্যাতনের পক্ষে না। তবে যারা এতো দিন জুলুম অত্যাচার করেছেন বা এখনো যদি কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করেন বা করতে চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না।
বিশেষ বক্তা মোঃ হারুন আল রশীদ বলেন, “এবারের নির্বাচন হবে জনগণের অংশগ্রহণের, ভোট হবে ব্যালটে, বন্দুকের মুখে নয়। বিএনপি চায় একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, জামায়াত ধর্ম ব্যবসা করছে, দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত যদি পাওয়া যেত তাহলে আমি সবার আগে তাতে ভোট দিতাম। আপনারা সকলে সজাগ থাকবেন যাতে জনগণকে ভুল পথে পরিচালিত করতে না পারে।
সভাপতির বক্তব্যে বিএম নিজাম উদ্দিন মিকু বলেন, “আমাদের ইউনিয়নে বিএনপির কর্মীরা ঐক্যবদ্ধ। আমরা তৃণমূল পর্যায়ে জনগণের পাশে আছি এবং থাকবো। আসন্ন নির্বাচনে জনগণই হবে আমাদের শক্তি।” জনসভায় হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।