বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প থেকে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনসটিটিউট মিলনায়তন চাঁদপুর এ জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জন্য গ্রাম আদালত বিষয়ক ২ দিন ব্যাপী ৩টি ব্যাচে প্রশিক্ষণ কোর্স অদ্য ১৩.১১.২০২৫ইং তারিখ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি ০৫-০৬/১১/২০২৫ ইং ১ম ব্যাচ, ১০-১১/১১/২০২৫ইং ২য় ব্যাচ এবং ১২-১৩/১২/২০২৫ ইং ৩য় ব্যাচ সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া। এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া, উপপরিচালক সমাজসেবা চাঁদপুর মো. নজরুল ইসলাম খাঁন ও উপপরিচালক যুব উন্নয়ন চাঁদপুর মো. সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী ও সহকারী পুলিশ সুপার সদর সার্কেল, চাঁদপুর সহকারী পরিচালক স্থানীয় সরকার নিলুফা ইয়াসমিন 'সার্বিক ভাবে সহায়তা করেন মিতু।সার্বিক ভাবে সহায়তা করেন-মমতাজ বেগম জেলা ম্যানেজার, ও উপজেলা সমন্বয়কারীগণ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, চাঁদপুর।
প্রশিক্ষণ কোর্সে আলোচ্য বিষয় গুলো ছিলো --গ্রাম আদালত, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, গ্রাম আদালত গঠন প্রক্রিয়া, সমন জারি, বিধি-৩১, প্রাক বিচার ও শুনানী মামলা পরিচালনা, মামলার ধরণ, গ্রাম আদালতের এখতিয়ার ও এখতিয়ার বহির্ভূত মামলা, দেওয়ানী ও ফৌজদারী মামলার ধারা সমূহ, বিভিন্ন রেজিষ্টার ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণ,ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালত অবমাননার জরিমানা, উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা পরিচালনা, ফৌজদারী ও দেওয়ানী মামলা অনুশীলন, সেশন অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত,এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, প্রতিটি সেশনের জন্য আলাদা আলাদা ভিডিও উপস্থাপন ইত্যাদি।
উপপরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া সকলকে প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন।