অভিনব কৌশলে বাঁশের ভেলায় ঝুলিয়ে কাচালং নদীতে কাঠ পাচারের সময় অভিযান চালিয়ে ৬শ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ টুকরো বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এসময় সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান সহ বনবিভাগের কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, পাচাররোধ বিজিবি সবসময় তৎপর রয়েছে। চোরাচালান ঠেকাতে এমন অভিযান নিয়মিত চলবে। চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স চলবে।