আমন্ত্রণে দি‌ল্লি সফরে যা‌চ্ছেন নিরাপত্তা উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম
আমন্ত্রণে দি‌ল্লি সফরে যা‌চ্ছেন নিরাপত্তা উপদেষ্টা

নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

তথ্য সূত্রে জানা গেছে, ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংল‌া‌পে যোগ দি‌তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর। 

নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভার‌তের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা র‌য়ে‌ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ। সফরটি দুই দিনের হওয়ার কথা রয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র খলিলুর রহমানের দিল্লি সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে