নাসিরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:০২ পিএম
নাসিরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন। বুড়িশ্বর ইউনিয়ন শাখার  সভাপতি মোহাম্মদ আবদুল আউওয়াল পরশের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক  অধ‍্যক্ষ অধ‍্যাপক মোহাম্মদ খলিলুর রহমান ও বিশিষ্ট সর্দার মোহাম্মদ জিতু মিয়া।

এই মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  ডাঃ একেএম খালেদ সাইফুল্লাহ কাভীর নেতৃত্বে প্রায় দুইশত নারী পুরুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।এ সেবা পেয়ে খুশি স্থানীয়রা।

বুড়িশ্বর ইউনিয়ন শাখার  সভাপতি মোহাম্মদ আবদুল আউওয়াল বলেন আমরা এই ক্যাম্পে দুইশত রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ওষুধও ফ্রি দিয়েছি।

এ সময় এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ  উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা  যুব বিভাগের সভাপতি ক্বারী লুৎফুর রহমান রমজানের সঞ্চালনায়   অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের পাশাপাশি প্রায়  দুইশত মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা  এবং বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়।

এসময় অধ‍্যাপক আমিনুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে সব নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করতে। দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে