চাঁদপুরের ৫টি আসনে এনসিপি’র শাপলা কলির প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:০৫ পিএম
চাঁদপুরের ৫টি আসনে এনসিপি’র শাপলা কলির প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

চাঁদপুর জেলার ৫টি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দলীয় প্রতীক শাপলা কলির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগঠনটির প্রার্থীরা। ১৩ নভেম্বর বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় হতে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তারা হলেন, চাঁদপুর-১ (কচুয়া) ডা: আরিফুল ইসলাম, চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) মোহাম্মদ মিরাজ মিয়া, চাঁদপুর-৩(সদর-হাইমচর) মোঃ মাহবুব আলম, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) মোঃ দেওয়ান শরিফ এবং চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) মো: মাহবুব আলম।

এসব তথ্য নিশ্চিত করে প্রার্থীদের সবার পক্ষে হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনের শাপলা কলির বাহক মোঃ মাহবুব আলম বলেন, আমি চাঁদপুর-৫ সংসদীয় আসন (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে এনসিপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছি। কিন্তু নির্বাচনী লড়াই চালানোর মত আমার যে আর্থিক সামর্থ্য দরকার, তা আমার নেই। কিন্তু বিশ্বাস করি-টাকায় নয়, মানুষের আস্থা, শুভাকাঙ্ক্ষীদের দোয়া, এবং ঐক্যবদ্ধ সহায়তায় চাঁদপুর-৫ এর মানুষের সঠিক প্রতিনিধি হওয়া সম্ভব। আমার এই লড়াই হবে আত্মত্যাগের ও ন্যায়ের পক্ষে। আমি বিনীতভাবে আপনাদেরকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে গড়বো বাংলাদেশ।

আপনার জেলার সংবাদ পড়তে